
যা-কিছু করেছি, করব বলে করিনি। হয়ে গিয়েছে। তাই সবই আসলে নিম্নমেধার গর্দভগিরি। তথাপি, করেছি তো আমিই। গাধা যে ঘাটে গিয়েছিল, অনেক নোংরা কাপড়চোপড় নিয়ে, সে তো সত্য। ধোপার অপারগতার ভারও তো সে-ই বহন করেছে। আমিও করছি। আমিই সেই ধোপা, আবার আমিই তার গাধা। গর্দভ। যেখানে আছি, সেটা মাঝেমাঝে হয়ে ওঠে ঘাট, মাঝে মাঝে ঘর হয়ে যায়।
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩
নরসুন্দর কথা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
it was like watching a short story. A lazy backdrop but Sadananda's unique ailment surely captured attention and pinched middle class mentality.
উত্তরমুছুনthanks for reading Salila.
মুছুনঅশোক, অসম্ভব ভাল লেখা। ন্যারেটিভে একটা অসামান্য সামান্যতা আছে। আঙ্গিকের যে চেহারা তুমি দাঁড় করিয়েছ তা সত্যিই গল্পটাকে খুলে দিয়েছে। সামান্য বিষয়ের অসামান্যতা আঁকা খুবই কঠিন কাজ। তুমি পেরেছ।
উত্তরমুছুন